এক নজরে

at_a_glance

স্বাগতম

মাওলানা কেরামত আলী কলেজটি ১৫ নভেম্বর ১৯৯১ ইং সালে স্থানীয় বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতায় এলাকার গরীব ঘরের সন্তানদের স্বল্প খরচে উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে প্রতিষ্ঠা লাভ করে। উত্তর জনপদের বিশিষ্ট অলি, পীরে কামেল, সূফী, সাধক হযরত মাওলানা কেরামত আলী (রহঃ) নামে কলেজটির নামকরণ করা হয়।
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ মনোয়ার হোসেন এর আন্তরিক প্রচেষ্টায় কলেজটি ১৯৯২ সালে রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্বীকৃতি লাভ করে। ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী (পাস) এবং ২০১১-১২ ইং শিক্ষা বর্ষ থেকে তিনটি বিষয়ে অনার্স কোর্স অধিভুক্তি লাভ করে। পরিচালনা পর্ষদের নিয়মিত তদারকি এবং শিক্ষক মণ্ডলীর আন্তরিক প্রচেষ্টায় লেখাপড়ার মান উন্নয়নসহ কলেজের সার্বিক উন্নয়ন সাধিত হচ্ছে ।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

উত্তর জনপদের গরীব ঘরের সন্তানদের স্বল্প খরচে আধুনিক সৃজনশীল পদ্ধতিতে মানসম্মত পাঠদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরী, যা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে সেই সাথে কলেজটি ভবিষ্যতে আরো উচ্চ শিক্ষা অর্জনে সম্মান এবং মাস্টার্স কোর্স খোলার পরিকল্পনা আছে


প্রতিষ্ঠাকাল

মাওলানা কেরামত আলী কলেজটি ১৫/০১/১৯৯১ ইং প্রতিষ্ঠা লাভ করে। ০৭/০৭/১৯৯২ ইং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী থেকে মানবিক, বিজ্ঞান ও বানিজ্য শাখার স্বীকৃতি লাভ করে। এমপিও ভুক্তি হয় ০১/০১/১৯৯৪ ইং থেকে, ১৯৯৮-৯৯ ইং শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এস.এস ডিগ্রী (পাস) এবং ২০১১-১২ ইং শিক্ষাবর্ষ থেকে তিনটি বিষয় যথাক্রমে রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং সমাজকর্ম অনার্স কোর্স অধিভূক্তি লাভ করে পাঠ দান দিয়ে আসছে।

ইতিহাস

অবহেলিত রংপুরের গরিব ঘরের সন্তানদের স্বল্প খরচে উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্য নিয়ে ১৯৯১ ইং সালের ১৫ নভেম্বর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ডিগ্রীধারী কতিপয় বিদ্যানুরাগী সহপাঠীর সাথে আলোচনা সাপেক্ষে এলাকায় উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার মহান প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয় এলাকার সুধিজনদের সমন্বয়ে সাধারণ সভা , যেখানে সিদ্ধান্ত হয় একটি কলেজ স্থাপনের । এরপর সিন্ধান্ত হয় নামকরনের – উত্তরবঙ্গের বিশিষ্ট ওলী, সুফি, সাধক, হযরত মাওলানা কেরামত আলী (রঃ) নাম অনুসারে কলেজটির নাম দেয়া “মাওলানা কেরামত আলী কলেজ” যিনি শায়িত আছেন রংপুর মহানগরের মুন্সিপাড়া কেরামতিয়া মসজিদ প্রাঙ্গণে,এরপর শুরু হয় বিভিন্নভাবে সংগৃহিত ‍ জমি, আর্থিক অনুদান দিয়ে অবকাঠামো দিকের পর্যায়ক্রমে উন্নয়ন- হলরুম ভবন, বিজ্ঞানাগার, লাইব্রেরী, সেনিটেশন- ভৌত অবকাঠামো সুবিধাসহ বর্তমান চলমান সীমানা প্রাচীরসহ ৪(চার) তলা শ্রেণীকক্ষ ভবনের নির্মাণ কাজ (কলেজের নিজস্ব অর্থায়নে)। কলেজের প্রাথমিক লগ্ন থেকে বর্তমান অবস্থায় নিয়ে আসার পিছনে যেনারা, অক্লান্ত পরিশ্রম মেধা, মনন আর্থিক, মানষিক ক্ষতি স্বীকার করেছেন, তাদের মধ্যে অনন্য ব্যক্তিত্ব হল শুরু থেকে বর্তমান অধ্যক্ষের দায়িত্বে নিয়োজিত মোঃ মনোয়ার হোসেন।

কলেজটির সৃষ্টি লগ্ন থেকে সকল পাবলিক পরীক্ষায় ফলাফল সন্তোষজনক, শিক্ষার্থীর সংখ্যাও প্রতিসেশনে কাম্য পর্যায়ে থাকে। বর্তমানে কলেজে মোট ছাত্র-ছাত্রী; এইচএসসি, ডিগ্রী (পাস) এবং অনার্স কোর্স মিলে প্রায় = ৮৯০ জন। ২০১২ সালে কলেজটি বিসিসি ভবন থেকে একটি কম্পিউটার ল্যাব সরকারী অনুদান লাভ করে।

অবস্থান

মাওলানা কেরামত আলী কলেজটি রংপুর মহানগরের প্রাণ কেন্দ্র ১৩নং ওয়ার্ড অন্তর্ভূক্ত কেন্দ্রিয় বাসটার্মিনাল থেকে ০১ (এক) কিলোমিটার পশ্চিমে রংপুর-বদরগঞ্জ পাকা রোডের পাশে সীমানা প্রাচীর ঘেরা ১.১৭ একর জমির উপর সম্পূর্ণ কোলাহল মুক্ত পরিবেশে অবস্থিত।